মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

'ইমরান খান সরকারের পুরো দলই অযোগ্যদের নিয়ে গঠিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে চলমান সরকার বিরোধী আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলামকে প্রত্যক্ষ্য সমর্থন দিয়ে সক্রিয় ছিল ‘জামায়াতে ইসলামী পাকিস্তান’। এছাড়াও বিভিন্ন সময় সরকারের গঠনমূলক সমালোচনা করছে তারা। তারই ধারাবাহিকতায় এবার ইমরান খান সরকারের পুরো দলকেই অযোগ্য আখ্যা দিয়েছে দলটি।

বুধবার (২৭ নভেম্বর) জামাতে ইসলামি পাকিস্তানের আমির সিনেটর সিরাজুল হকের একটি বক্তৃতায় দেশটির আইনমন্ত্রী প্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন, শুধুমাত্র তিনিই নয়; বরং ইমরান খান সরকারের পুরো টিমই অযোগ্যদের নিয়ে গঠিত।

দলটির শীর্ষ এই নেতা আরও বলেন, এরূপ ভয়ংকর লোকদের হাতে দেশের লাগাম ও চাবিকাঠি থাকা অত্যন্ত দুঃখজনক ও আশংকার ব্যাপার। এই সরকার দেশের সংবিধান ও আইন আদালতকে যেভাবে খেলতামাশার সঙ্গে ব্যবহার করছে পাকিস্তানের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।

সিনেটর সিরাজুল হক বলেন, এই সরকারের অযোগ্যতা ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই প্রকাশ পেতে শুরু করেছে, তবে বর্তমান অবস্থায় স্পষ্ট হয়ে গেছে যে,সরকার স্রেফ অযোগ্য নয়; মহা অযোগ্য!

তিনি বলেন, পারভেজ মোশাররফকে বাঁচানোর জন্য কৌশল অবলম্বনের মাধ্যমেই সরকারের আসল চেহারা উন্মোচিত হয়ে গেছে যে,আসলে তাদের রূপ কেমন!

এদিকে গত সোমবার লাহোরে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে দেশটির প্রভাবশালী এ দলটির আমির সিনেটর সিরাজুল হক আগামী ডিসেম্বরে সরকার বিরোধী স্বতন্ত্র কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছেন।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

সিরাজুল হক মন্তব্য করেছেন, এই সরকার পাক জাতির সঙ্গে ধারাবাহিক তামাশায় লিপ্ত। অবশ্যই জাতির কাছে তাদের জবাবদিহিতা করতে হবে। সরকারের অসুস্থতা দিন দিন আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, এ ধরণের সঙ্কটজনক পরিস্থিতির কারণে সরকার যে কোনো কাজ করতে পারে।

এদিকে কাশ্মীর ইস্যুতেও সরকারের ভূমিকা সম্পর্কে সরব রয়েছে দলটি। কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে আগামী ২২ ডিসেম্বর কাশ্মীর অভিমুখে লংমার্চ করবে পাকিস্তান জামায়াতে ইসলামী। এ উপলক্ষে সারাদেশ থেকে রাজধানী ইসলামাবাদে কয়েক লক্ষ মানুষের জমায়েত আশা করছেন সিনেটর সিরাজুল হক ।

এ প্রসঙ্গে তিনি বলেন, কাশ্মিরী জনগণের সঙ্গে ইমরান খান-সরকার বেইনসাফি করেছে। এ ব্যাপারেও তাদেরকে জাতির কাছে জবাবদিহিতা করতে হবে। কাশ্মীরিদেরকে আমরা একাকী ছাড়তে পারিনা।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ