আওয়ার ইসলাম: পবিত্র ওমরাহ পালনে বিশ্বের শীর্ষ ১০টি দেশের সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। চলমান ১৪৪১ হিজরি বর্ষের মুহাররম মাসের শুরু থেকে আজ সোমবার ২৭ রবিউল আওয়াল পর্যন্ত বিশ্বের নানাপ্রান্ত থেকে সমাগত ওমরাহ পালনকারীদের সংখ্যানুসারে এই তালিকা তৈরি করা হয়েছে।
প্রভাবশালী আরবি গণমাধ্যম আল ইয়াওমের খবরে জানানো হয়, বিগত তিন মাসে সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ওমরাহর জন্য সর্বমোট ১৩ লক্ষ ৩৯ হাজার ৩৭৬ টি ভিসার অনুমোদন দেয়। এতে অন্তত ১১ লক্ষ ৩৩ হাজার ৩৬৫ জন সৌদিতে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আগমন করেন।
খবরানুযায়ী, সৌদিতে বসবাসকারী কমপক্ষে ২ লক্ষ ৯৭ হাজার ৪৯১ জন মানুষ ওমরাহ পালন করেছেন। তবে সৌদির পরিসংখ্যান ব্যুরো জানায়, বহিরাগত ১১ লক্ষাধিক মুসল্লি ওমরাহ পালনের উদ্দেশ্যে এদেশে আসলেও ওমরাহ সম্পূর্ণ করে নিজ দেশে ফিরেছেন মাত্র ৮ লক্ষ ৩৫ হাজার ৮৭৪ জন মানুষ।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, পবিত্র ওমরাহ পালনের জন্য আকাশপথে ১০ লক্ষ ৮৮ হাজার ৬০৮ জন, স্থলপথে ৪৪ হাজার ৭৫০ জন এবং নদীপথে ৭ জন মুসল্লি সৌদিতে পৌঁছেছেন।
[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]
একইসঙ্গে সংখ্যার বিবেচনায় ওমরাহ পালনের ক্ষেত্রে শীর্ষ দশটি দেশের তালিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়। গ্রাফাকারে প্রকাশিত ওই তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। বিগত তিন মাসে পাকিস্তান থেকে ওমরাহ আদায়কারীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৪৯৪ জন।
দ্বিতীয়তে স্থানে ইইন্দোনেশিয়া, দেশটির ৩ লক্ষ ৬ হাজার ৪৬১ জন ওমরাহ পালন করেছেন গত মুহাররম থেকে এ পর্যন্ত। তৃতীয়তে দেশ ভারত থেকে ওমরাহ আদায় করেছেন ১ লক্ষ ৯৫ হাজার ৩ শ ৪৫ জন।
এরপরে চতুর্থ থেকে দশম পর্যন্ত যথাক্রমে-মালয়েশিয়ার ৫০ হাজার ৮৪১ জন, তুরস্কের ৫০ হাজার ৭৭৫ জন, বাংলাদেশের ৩৬ হাজার ২১ জন, আলজেরিয়ার ২৮ হাজার ৭৮৫ জন,মরোক্কোর ১৮ হাজার ১৪৬ জন, ইরাকের ১৬ হাজার ৮৫১ জন। তালিকার দশম স্থানে আছে জর্ডান, এই দেশটি থেকে গত সময়টিতে ওমরাহ আদায়কারীর সংখ্যা ১৬ হাজার ২২৩ জন।
- আরব নিউজ ও আল ইয়াওম অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/