মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সিঙ্গাপুরে মসজিদে আশ্রয় পেল গৃহহীনরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিঙ্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সুলতান মসজিদে দেশটির গৃহহীন মানুষদের অস্থায়ীভাবে থাকার জায়গা করে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে অসহায় মানুষের জন্য দেশটির প্রথম কোনো মসজিদ এমন ঘোষণা দিল।

মসজিদটি ঘোষণা করেছে, গৃহহীনরা রাতে ঘুমানোর জন্য মসজিদে স্থান পাবেন। মসজিদের ডানপাশে অ্যানেক্স বিল্ডিংয়ের বেজমেন্টে গৃহহীনরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেখানে অবস্থান ও ঘুমানোর সুযোগ পাবেন।

সুলতান মসজিদের সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আইজুদ্দিন জামালউদ্দিন জানিয়েছেন, ইবাদত-বন্দেগির পাশাপাশি গৃহহীন মানুষের সহায়তায় এগিয়ে আসা আমাদের দায়িত্ব। তাই তাদের থাকার জন্য মসজিদের মূল ভবনের একটু দূরে এসব মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই উদ্যোগ মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের কোনো সমস্যা সৃষ্টি করবে না। কারণ গৃহহীন মানুষের থাকার ঘরে প্রবেশের জন্য সেখানকার অন্য আরেকটি প্রবেশপথ রয়েছে।

মসজিদের বেজমেন্টে পাঁচজনের থাকার মতো রুম রয়েছে। যেখানে নতুন ফ্যান, পরিস্কার বালিশ এবং আরামদায়ক বিছানার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রুমের ভেতরে রয়েছে বোতলজাত পানিরও সুব্যবস্থা আছে।

তবে এখানে থাকার জন্য আসা গৃহহীনদের মসজিদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাছে নিবন্ধন করতে হবে। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে এই আশ্রয়কেন্দ্রে শুধুমাত্র পুরুষরা থাকতে পারবেন।

মসজিদ কর্তৃপক্ষ ভবিষ্যতে এই উদ্যোগটি আরও বিস্তৃত আকারে করবে বলে আশা ব্যক্ত করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ