আওয়ার ইসলাম: ইসলামি আদর্শ মানবিকতা ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপনে ইংল্যান্ডের ইলফোর্ডের শিক্ষার্থীরা প্রতিবেশীদের মাঝে ২০০ প্যাক খাবার বিতরণ করেছে।
এভাউট ইসলাম জানায়, সহিষ্ণুতা বাড়ানোর জন্য আউটরিচ প্রোগ্রামের অংশ হিসাবে ইলফোর্ডের সেভেন কিংস স্কুল থেকে মুসলিম শিক্ষার্থীরা প্রতিবেশীদের মাঝে খাবার দেয়ার কর্মসূচী গ্রহণ করে।
ইলফোর্ডের সেভেন কিংস স্কুলের শিক্ষক হাজরাহ সালেহ ইলফোর্ড রেকর্ডারকে বলেন, আমাদের পূর্ব ইউরোপে যুক্তরাজ্যে খুব বেশি বৈষম্য বোধ করছেন এলাকার লোকেরা।
তাই আমরা সে বৈষম্য দূর করতে মানুষে মানুষে ভালোবাসা মায়ামমতা ও ইসলামের আদর্শ বাস্তবায়নে আমরা প্রতিবেশীদের মাঝে খাবার বিতরণের কর্মসূচী গ্রহণ করেছি।
ইসলামি শরিয়াহ দান খায়রাত ও যাকাত প্রদান করাকে অত্যন্ত নেক কাজ বলে অবিহিত করেছে। কুরআন অনুযায়ী যাকাতের কথা আলোচনা করা হয়েছে নামাজের পরই। ইসলামের মূল ভিত্তির মাঝে দ্বিতীয়তেই যাকাতের স্থান।
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হিসাবে যাকাত হল সমস্ত মুসলমানের জন্য ফরজ। যাদের সম্পদ আছে তাদের অবশ্যই যাকাত দিতে হবে।
এভাউট ইসলাম থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি