মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের পক্ষে লড়বেন সু চি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের পক্ষে লড়বেন অং সান সু চি।

মিয়ানমার সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

তাদের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের কাউন্সেলর অং সান সু চির দপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সু চির দপ্তরের ফেসবুক পেজে বলা হয়, গাম্বিয়ার করা মামলা মোকাবিলার জন্য মিয়ানমার প্রখ্যাত আন্তর্জাতিক আইনজীবীদের নিয়োজিত করছে। আইনজীবীদের দলের নেতৃত্ব দেবেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর ও কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সু চি। মিয়ানমারের জাতীয় স্বার্থের পক্ষে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) লড়বেন তিনি।

১১ নভেম্বর রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মামলা করে। মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি এতে সমর্থন দিচ্ছে। মামলায় সমর্থন দেয়ার ঘোষণা দেয় কানাডাও।

এ ছাড়া গত সপ্তাহে আর্জেন্টিনার আদালতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হুমকি সৃষ্টির অভিযোগে মিয়ানমারের নেত্রী অং সান সু চি, সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংসহ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

আরএম/

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ