আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিজেরই বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর আসনে বসাচ্ছেন গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট নিজেই বুধবার মাহিন্দা রাজাপাকসের নাম পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন দুই মেয়াদে শ্রীলংকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাহিন্দা।
গত শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভোটের ফল বেরোনোর পর থেকেই দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের উপরে ইস্তফা দেওয়ার চাপ আসছিল। বিজয়ী শিবিরের সেই চাপেই রনিল বুধবার নিজে থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। তার এই সিদ্ধান্তের পরেই গোতাবায়া রাজাপাকসে তার ভাই প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দাকে প্রধানমন্ত্রী পদে বসানোর কথা ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে রনিল বিক্রমসিংহ বলেন, পার্লামেন্টে এখনও তার সরকারের গরিষ্ঠতা রয়েছে। তবু প্রেসিডেন্ট নির্বাচনের রায়কে মর্যাদা দিয়ে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন আজ বৃহস্পতিবার।
আরএম/