আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অভিযান সফল করতে তরুণ, যুবক, ছাত্র-শিক্ষক নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মেলন কক্ষে বিজনেস ফ্যাকল্টি আয়োজিত বিজনেস বাজ সেশন-২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আজ ২০ ডিসেম্বর,২০১৯ (বৃহস্পতিবার) সকাল ১১.০০ টায় ঢাকার European University of Bangladesh এর সম্মেলন কক্ষে Business Faculty আয়োজিত Business Buzz Season - 2 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেনবিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মকবুল আহমেদ খান।
সভায় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার এএফএম গোলাম হোসাইন, বিজনেস এডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির এসোসিয়েট ডীন ড. ফারজানা আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ খান মিরাজ প্রমুখ।
অনূষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আঃ রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ খান মিরাজকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।
আরএম/