সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

পেঁয়াজ রপ্তানি আয়ে শীর্ষ ১০ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের খোঁজে নতুন নতুন দেশে ধরনা দিচ্ছেন ব্যবসায়ীরা। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের পর এবার ইউরোপের চার দেশ থেকে আনা হচ্ছে পেঁয়াজ। এসব দেশ হলো নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইউক্রেন ও স্লোভাকিয়া। এই চার দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন তাঁরা। এছাড়াও বিশ্বে এমন ১০টি দেশের তালিকা তির করা হয়েছে যারা পেঁয়াজ রপ্তানি আয়ে শীর্ষ তালিকায় রয়েছে।

নেদারল্যান্ডস

পেঁয়াজ রপ্তানি করে নেদারল্যান্ডস গত বছর ৬৭ কোটি ৬১ লাখ ইউএস ডলার আয় করেছে৷ বিশ্বের রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১৯ দশমিক এক শতাংশ রপ্তানি করে নেদারল্যান্ডস৷

চীন

পেঁয়াজ রপ্তানি করে ২০১৮ সালে ৫০ কোটি ৯৫ লাখ ইউএস ডলার আয় করেছে৷ বিশ্বের রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১৪ দশমিক চার শতাংশ রপ্তানি করে চীন৷

মেক্সিকো

বিশ্বে রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১১ দশমিক এক শতাংশ রপ্তানি করে মেক্সিকো৷ এই দেশটি গতবার পেঁয়াজ রপ্তানি করে ৪২ কোটি ৮৩ লাখ ইউএস ডলার আয় করেছে৷

ভারত

বাংলাদেশের অন্যতম পেঁয়াজের বাজার ভারত গতবার পেঁয়াজ রপ্তানি করে ৪২ কোটি ১২ লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১১ দশমিক নয় শতাংশ রপ্তানি করে দেশটি৷

যুক্তরাষ্ট্র

পেঁয়াজ রপ্তানি করে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ২৩ কোটি ১৭ লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার যত পেঁয়াজ রপ্তানি হয়েছে তারমধ্যে ৬ দশমিক ৫ শতাংশ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে৷

স্পেন

পেঁয়াজ রপ্তানি করে দেশটি গত বছর ১৭ কোটি ৪২ লাখ ইউএস ডলার আয় করেছে৷ পেঁয়াজ রপ্তানি করে আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান ষষ্ঠ স্থানে৷

ইরান

গত বছর পেঁয়াজ রপ্তানি করে ১২ কোটি ৪৮ লাখ ইউএস ডলার আয় করে সপ্তম অবস্থানে রয়েছে ইরান৷

মিশর

পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার ১১ কোটি আট লাখ ইউএস ডলার আয় করেছে৷ বাংলাদেশ প্রায় সময়ই এই দেশ থেকে পেঁয়াজ আমদানি করে৷

পোল্যান্ড

পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার আট কোটি ২৬ লাখ ইউএস ডলার আয় করেছে৷ ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকমের তালিকায় পেঁয়াজ রপ্তানি করে শীর্ষ আয়ের দিক থেকে দেশটির অবস্থান নবম৷

ফ্রান্স

ইউরোপের এই দেশটি পেঁয়াজ রপ্তানি করে গতবার আট কোটি ছয় লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ২ দশমিক ৩ শতাংশ রপ্তানি করে দেশটি৷

তথ‌্যসূত্র: ডয়চে ভেলে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ