সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

শোবিজ অঙ্গণের যেসব তারকা ইসলাম গ্রহণ করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ইসলাম হল পৃথিবীর একমাত্র সত্যধর্ম।এব্যাপারে পবিত্র কুরআনে এরশাদ হচ্ছে, 'নিশ্চয় আল্লাহ্‌র কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম”।(সূরা আলে-ইমরান, আয়াত: ১৯) এজন্য মহান আল্লাহর বানীতে অনুপ্রাণিত হয়ে যুগে যুগে মহাসত্য ইসলামকে আপন করে নিয়েছেন অসংখ্য অমুসলিম। তবে দুনিয়ার সবচে বড় অন্ধকার জায়গা শোবিজ অঙ্গনে বসবাস করেও যারা মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন-আজ এমন কয়েকজন তারকার কথা বলবো:

১. আইরিশ গায়িকা সিনিড ও'কনর

সুপরিচিত আইরিশ গায়িকা সিনিড ও'কনর ঘোষণা করেছেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন আগের নাম পরিবর্তন করে তিনি নিজের নাম রেখেছেন শুহাদা।

১৯৯০ সালে রিলিজ করা 'নাথিং কমপেয়ার্স টু ইউ' গানটির জন্যে তিনি সবচেয়ে সুপরিচিত। ওই বছরের সবচেয়ে হিট গানের তালিকায় ছিল এই গানটি।

টুইটারে দেয়া বার্তায় তিনি তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, তার এই সিদ্ধান্ত "যেকোনো বুদ্ধিমান ধর্মতত্ববিদের সফরের স্বাভাবিক পরিণতি"।

তিনি নিজের একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে যে তিনি আজান দিচ্ছেন।

অক্টোবরের শেষের দিকে শায়েখ ড. উমর আল-কাদরী নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায় যে, গায়িকা সিনিড ও'কনর ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য কলেমা পাঠ করছেন।

টুইটার বার্তায় আইরিশ গায়িকা আরও বলেন, সব ধর্মশাস্ত্রের অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়।

তিনি বলেন, একজন মুসলমান হতে পেরে গর্বিত তিনি।

২. ব্রিটিশ সংগীত শিল্পী কেট স্টিভেন্স

প্রসিদ্ধ ব্রিটিশ সংগীত শিল্পী কেট স্টিভেন্স মুসলিম হওয়ার ঘোষণা দেন ১৯৭৭ সালের ডিসেম্বরে এবং ১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে তিনি তার নাম পরিবর্তনের ঘোষণা করেন। কেট স্টিভেন্স বাদ দিয়ে নিজের নতুন নাম দেন ইউসুফ ইসলাম। কুরআনে কারীমের সূরা ইউসুফ পাঠ করে অনুপ্রেরণা পান এবং এরই অনুসারে নিজের নামও ইউসুফ রাখেন।

ইসলামে প্রবেশ করার পরপরই ১৯৭৯ সালে সংগীত জগতকে বিদায় বলেন এবং কল্যাণমূলক কাজ করার জন্য তার সমস্ত গিটার বিক্রি করে দেন।

অবশেষে ইউসুফ ইসলাম ২০০৬ সালে পুনরায় সংগীতের ময়দানে প্রত্যাবর্তন করেন এবং ঘোষণা দেন যে, এখন থেকে তার সংগীত ইসলাম প্রচার প্রসারের জন্য উৎসর্গীকৃত।

৩. ক্রিস্টিন বেকার

ক্রিস্টিন বেকার জার্মানের জনপ্রিয় একজন টিভি হোস্ট। একইসঙ্গে দেশটিতে ইসলাম কবুল করা ব্যক্তিদের মধ্যেও তিনি সবচে পরিচিত মানুষ। ১৯৯২ সালে তার সাক্ষাৎ হয় পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। সাক্ষাতে ইমরান তার সামনে ইসলামের পরিচয় তুলে ধরেন।

পরে ইসলাম সম্পর্কে জানতে পাকিস্তানেও সফর করেন। অতঃপর খুব ভেবে চিন্তে ১৯৯৫ সালে জনসম্মুখে ইসলাম গ্রহণের ব্যাপারে জানান তিনি। এর আগে ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে প্রচুর গবেষণা করেন। তবে ইসলামই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করতে সক্ষম হয়।

৪. ব্রিটিশ গণমাধ্যমকর্মী লরেন বুথ

লরেন বুথ গণমাধ্যমে কাজ করার পাশাপাশি সম্প্রচার ও মানবাধিকারের কাজও করেছেন। তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী শেরি ব্লেয়ারের সৎবোন। ২০১০ সালে সুহাইল আহমাদ নামের এক মুসলিমের সঙ্গে প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। এসময় হিজাব পরিধান করে টেলিভিশনের পর্দায় হাজির হন এবং মুসলিম হওয়ার রহস্য তুলে ধরেন। বলেন,ফিলিস্তিন বিষয়ক ধারাবাহিক রিপোর্ট তৈরির সময় ধীরে ধীরে তার মনে ইসলামের প্রতি ভাললাগা জন্মে। আর এটাই তার ইসলাম গ্রহণের কারণ।

৫. মার্কিন কমেডিয়ান ডেভ শ্যপল

ডেভ শ্যপল কমেডি অভিনয়ে তুমুল জনপ্রিয়তা অর্জনকারী একজন মার্কিন লেখক ও চলচিত্র প্রযোজক। ১৯৯৮ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

২০০৫ সালে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি বলেন, আমি আমার ইসলাম গ্রহণ সম্পর্কে জনসম্মুখে বলিনা। কেননা, আমি এবং আমার পূর্বের জীবনকে ইসলামের মতো সুন্দরের সঙ্গে মেলাতে চাইনা। আমার অভিজ্ঞতা হল,আপনিও যদি ভাবেন তাহলে ইসলাম আপনার কাছেও সুন্দর হয়ে ফুটবে।

- বিবিসি উর্দু অবলম্বনে 

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ