আওয়ার ইসলাম: হাতে লেখা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম কুরআনে কারিমের কপি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছিলেন মিসরীয় এক ক্যালিগ্রাফার। যিনি সেই সময়ে হাতে লিখা ৭০০ মিটার দৈর্ঘ্যের কুরআনে কারিমের কপি তৈরি করে বিশ্ববাসীকে তাক লাগাতে সমর্থ হয়েছিলেন। তবে সেই রেকর্ড যে আর থাকছেনা-সে তথ্যই প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।
সম্প্রতি ১ হাজার মিটার দৈর্ঘ্যের হাতে লেখা কুরআনের নতুন একটি কপি তৈরি করে আগের সেই রেকর্ড ভাঙার ঘোষণা দিয়েছেন এক ভারতীয় যুবক।
সা'দ মুহাম্মাদ হাশিস নামের এই যুবক এখনো পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি ৩ বছর ধরে তিনি হাতে লেখা বিশ্বের দীর্ঘতম কুরআনের কপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
তার দাবি, 'আমি যদি আমার মহান ব্রত (হাতে লেখা দীর্ঘতম কুরআন) সম্পূর্ণ করতে পারি, তাহলে অবশ্যই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আমার নামই লিপিবদ্ধ হবে।
জো-২৪ ডটনেট অবলম্বনে বেলায়েত হুসাইন