আবু তালহা শরীফ: হজরত আলী রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, ‘যখন আমার উম্মত ১৫টি কাজে লিপ্ত হবে, তখন তাদের ওপর বিভিন্ন বালামুসিবত আসতে শুরু করবে। কাজগুলো হলো
১.যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত করবে।
২. আমানতের সম্পদ পরিণত হবে ব্যক্তিগত সম্পদে।
৩. জাকাত আদায় করাকে মনে করা হবে জরিমানা। ৪. স্বামী স্ত্রীর বাধ্য হবে।
৫. সন্তান মায়ের অবাধ্য হবে ৬. মা-বাবার পরিবর্তে বন্ধুমহলকে সম্মান করা হবে।
৭. বাবার প্রতি জুলুম করা হবে। ৮. অসম্মানিত ব্যক্তিকে নেতা মানা হবে।
৯. কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য
১০. মসজিদে উচ্চৈঃস্বরে হট্টগোল করা হবে ১১. পুরুষ লোকেরা রেশমি কাপড় পরবে।
১২. প্রকাশ্যে মদপান করা হবে ১৩. বাদ্যযন্ত্র তৈরি করা হবে। ১৪. গায়িকা তৈরি হবে।
১৫. পূর্ববর্তী উম্মতের (সাহাবা, তাবেঈন, তাবেতাবেঈন) প্রতি অভিসম্পাত করবে পরবর্তীরা।
এসব কাজ যখন পৃথিবীর জমিনে শুরু হবে, তখন তোমরা অগ্নিবর্ষী প্রবল ঝড়, ভূমিকম্প ও কদাকৃতিতে রূপান্তরিত হওয়ার অপেক্ষা করবে। (তিরমিজি : ২২১১)
আরএম/