মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন বাংলাদেশি দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম♦ 

পাকিস্তানের রাইবেন্ড তাবলিগ মারকাজে চলছে বার্ষিক ইজতেমা। পাকিস্তান তাবলিগ জামাতের বার্ষিক এ ইজতেমার ২য় পর্ব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। বরাবরের মত এবারো বাংলাদেশি দুই আলেম বয়ান করবেন এ ইজতেমায়।

৬ দিনব্যাপী বার্ষিক এ ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ৩ নভেম্বর। আজ বৃহস্পতিবার ২য় পর্ব শুরু হয়ে ১০ নভেম্বর রোববার পর্যন্ত চলবে।

রায়বেন্ড মারকাজের দায়িত্বশীল মাওলানা কালিমুল্লাহ জামিল জানান, বাংলাদেশের তাবলিগ মারকাজের দুইজন মুরব্বি রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন।

বাংলাদেশের তাবলিগ জামাতের মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মাদ জোবায়ের আহমদ বয়ান করবেন শনিবার বাদ ফজর। মাওলানা  ফারুক আহমদ  শুক্রবার বাদ আসর বয়ান করবেন। এর আগে ১ম পর্বে বয়ান করেছেন বাংলাদেশের তাবলিগের মুরব্বি মাওলানা রবিউল হক।

অন্যান্যদের মধ্যে বয়ান করনে, বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তান তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নজর আহমদ। বাদ মাগরিব, মাওলানা ইব্রাহিম দেওলা। শুক্রবার বাদ ফজর মাওলানা আব্দুল রহমান মুম্বাই।

শুক্রবার বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ মাগরিব মাওলানা আহমদ লাট, শনিবার বাদ জোহর বয়ান করবেন প্রখ্যাত দায়ি মাওলানা তারিক জামিল। শনিবার বাদ আসর বয়ান করবেন, ইন্ডিয়া মারকাজের মুরব্বি মাওলানা জুবায়ের হুসাইন। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা।

রোববার হেদায়াতি বয়ান করবেন মাওলানা খুরশিদ, মুনাজাত করবেন মাওলানা ইব্রাহিম দেওলা।

উল্লেখ্য, লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে কান্নাভেজা মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছিলো বার্ষিক ইজতেমার ১ম পর্ব। ইজতেমার শেষ দিনে মাওলানা ইব্রাহিম সমাপনী দোয়া করেন।

পাকিস্তানে প্রতিবছর দুই পর্বে ৬ দিনের এ ইজতেমা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথম পর্ব শুরু হয়েছিলো ৩১ অক্টোবর। দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ ৭ নভেম্বর। আখেরি মুনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে ১০ নভেম্বর রোববার।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ