আবদুল্লাহ তামিম♦
পাকিস্তানের রাইবেন্ড তাবলিগ মারকাজে চলছে বার্ষিক ইজতেমা। পাকিস্তান তাবলিগ জামাতের বার্ষিক এ ইজতেমার ২য় পর্ব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। বরাবরের মত এবারো বাংলাদেশি দুই আলেম বয়ান করবেন এ ইজতেমায়।
৬ দিনব্যাপী বার্ষিক এ ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ৩ নভেম্বর। আজ বৃহস্পতিবার ২য় পর্ব শুরু হয়ে ১০ নভেম্বর রোববার পর্যন্ত চলবে।
রায়বেন্ড মারকাজের দায়িত্বশীল মাওলানা কালিমুল্লাহ জামিল জানান, বাংলাদেশের তাবলিগ মারকাজের দুইজন মুরব্বি রায়বেন্ড ইজতেমায় বয়ান করবেন।
বাংলাদেশের তাবলিগ জামাতের মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মাদ জোবায়ের আহমদ বয়ান করবেন শনিবার বাদ ফজর। মাওলানা ফারুক আহমদ শুক্রবার বাদ আসর বয়ান করবেন। এর আগে ১ম পর্বে বয়ান করেছেন বাংলাদেশের তাবলিগের মুরব্বি মাওলানা রবিউল হক।
অন্যান্যদের মধ্যে বয়ান করনে, বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তান তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নজর আহমদ। বাদ মাগরিব, মাওলানা ইব্রাহিম দেওলা। শুক্রবার বাদ ফজর মাওলানা আব্দুল রহমান মুম্বাই।
শুক্রবার বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ মাগরিব মাওলানা আহমদ লাট, শনিবার বাদ জোহর বয়ান করবেন প্রখ্যাত দায়ি মাওলানা তারিক জামিল। শনিবার বাদ আসর বয়ান করবেন, ইন্ডিয়া মারকাজের মুরব্বি মাওলানা জুবায়ের হুসাইন। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা।
রোববার হেদায়াতি বয়ান করবেন মাওলানা খুরশিদ, মুনাজাত করবেন মাওলানা ইব্রাহিম দেওলা।
উল্লেখ্য, লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে কান্নাভেজা মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছিলো বার্ষিক ইজতেমার ১ম পর্ব। ইজতেমার শেষ দিনে মাওলানা ইব্রাহিম সমাপনী দোয়া করেন।
পাকিস্তানে প্রতিবছর দুই পর্বে ৬ দিনের এ ইজতেমা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথম পর্ব শুরু হয়েছিলো ৩১ অক্টোবর। দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ ৭ নভেম্বর। আখেরি মুনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে ১০ নভেম্বর রোববার।
-এটি