ইকবাল আজিজ
ইজতেমা থেকে
কক্সবাজারে তিন দিনব্যাপী জেলা ইজতেমা আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর দিকের একটি মাঠে শুরু হয়েছে। তাবলিগ জামাতের মুফতি মাওলানা মোর্শেদুল আলম ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করেন ইজতেমার কার্যক্রম।
তিন দিনব্যাপী ইজতেমার প্রথম দিনেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। শুক্রবার আরো বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘঠবে বলে আশা করছেন আয়োজকরা। ইজতেমায় প্রথম দিনে জেলার ৮ উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানের মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।
তাবলিগ জামাতের প্রাণকেন্দ্র ঢাকা কাকরাইলের মুরুব্বীসহ কক্সবাজার তাবলীগ জামাতের মুরুব্বীরা ইজতেমায় বয়ান করবেন। সকলকে দিনের দায়িত্ব নিয়ে আসার আহবান জানানো হয়।
জেলা ইজতেমায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। পাশাপাশি তাবলীগের সাথী নিরাপত্তার দায়িত্ব পালনে করবেন। যেকোন দুর্যোগ মোকাবেলায় রয়েছে ফায়ারসার্ভিসও।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা দিতে প্রশাসন সম্পুর্ণ প্রস্তুত রয়েছে। সাদা শোকাকধারী পুলিশ, গোয়েন্দা ও র্যাবের টহল জোরদার করা হয়েছে।
শনিবার দুপুরের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে কক্সবাজারের তিন দিনব্যাপী এ ইজতেমা।
আরএম/