আবদুল্লাহ তামিম ♦
৯০ ভাগ মুসলিমের দেশ উজবেকিস্তান। মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। ২৮.১ মিলিয়ন অধিবাসী বসবাস করছেন এ দেশটিতে। এরমধ্যে ৯০ ভাগই মুসলিম। দেশটি থেকে প্রকাশিত প্রসিদ্ধ ১০টি বই নিয়ে আলোচনা করবো আজ।
চলছে রাসুল সা. জন্ম ও মৃত্যুর মাস রবিউল আউয়াল। মুসলমানদের জন্য একটি বিশেষ ও প্রিয় মাস। এ মাসেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আবার এ মাসেই তিনি ইন্তেকাল করেন। এ কারণেই এ মাসটি মুসলিম উম্মাহর কাছে অত্যান্ত গরুত্বের।
উজবেকিস্তানের প্রসিদ্ধ অনলাইন বুকশপ Kitoblardunyosi.uz রবিউল আওয়াল মাস উপলক্ষ্যে সীরাত সম্পর্কিত বিশেষ ৭টি বইয়ে ১০% ছাড় দিয়েছে। উজবেকিস্তানের প্রসিদ্ধ বইগুলো হলো-
০১. The Prophet Mercy to the Worlds books ০২. Hadith and Life ০৩. The stories of the happiness age ০৪. History of the Prophets ০৫. The Life of the Prophet ০৬. Hadrat Abu Bakr Siddiq ০৭. Nourul Yaqiyn ০৮. Have you seen the Prophet? ০৯. The Prophet may Allah bless him and grant him peace and his family ১০. The Prophet Mercy to the Worlds। সূত্র: ইসলম উজ
-এটি