আওয়ার ইসলাম: পবিত্র কা'বা শরীফ প্রাঙ্গণে নামাজের দৃশ্যের অসাধারণ একটি দৃশ্য ক্যামেরাবন্দী করে আন্তর্জাতিক পুরষ্কার জিতেছেন সৌদি আলোকচিত্রী উমার আল আমির। ইতালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী 'সিয়ানা'য় শ্রেষ্ঠ আলোকচিত্রী মনোনীত হন তিনি। ছবিতে 'উত্তম চরিত্র' ক্যাটাগরিতে উমার আল আমিরের এই চিত্রকর্ম শ্রেষ্ঠত্বের মনোনয়ন পায়।
নিজের এই অসামান্য সফলতা প্রসঙ্গে উমার আল আমির আল আরাবিয়াকে জানান, ‘সাদাশুভ্র পোশাক পরিহিত অত্যন্ত বিনয়াবনত হয়ে ইসলামের মহান একটি ইবাদত পালনকালে হজযাত্রীদের অসাধারণ একটি মুহূর্তকে আমি ক্যামেরাবন্দী করি এবং বিশ্বমঞ্চে ভিন্নধর্মাবলম্বীদের সম্মুখে সেটি প্রদর্শন করি। আর তারা এটিকে দেখেশুনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করে-যা আমার নিকট খুব গর্বের।’
‘ক্যামেরা এবং পেশাদার আলোকচিত্র আমার নিকট খুব পছন্দের। আমার এই ছবি কা'বা শরীফ কতৃপক্ষ অনন্য নিদর্শন হিসেবে প্রদর্শনের চেষ্টা করছে।’ বললেন উমার আল আমির।
সিয়ানা বিশ্বের অন্যতম বৃহৎ আলোকচিত্র প্রতিযোগিতার ইভেন্ট-এর অর্থঃ হাজার হাজার ছবিকে টপকে উমার আল আমিরের এই ছবি শ্রেষ্ঠ আলোকচিত্রের মর্যাদা পেয়েছে।
আল আরাবিয়া অবলম্বনে বেলায়েত হুসাইন
আরএম/