আওয়ার ইসলাম: সারি সারি করে সাজানো সাদা রঙের ৭০ টি মাঝারি সাইজের বাক্স। বাক্সগুলির মধ্যে অন্যকিছু নয় ; বরং গৃহপালিত মৌমাছি সংরক্ষণ করে রাখা হয়েছে অত্যন্ত স্বযত্নে। এগুলোতে মধুচাষ করেন ফিলিস্তিনি তরুণী সামার আল বুউ।
জেরুসালেমের একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেও যখন সম্মানজনক কোন চাকরি খুঁজে পাচ্ছিলেন না, ঠিক তখনই গাজায় বসবাসরত ২৮ বছর বয়সী এই তরুণী বেকারত্ব থেকে মুক্তি লাভের জন্য মধুচাষের কাজ শুরু করেছেন।
আর মধুচাষই তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এক হামলায় পিতাকে হারানোর পর সামার আল বুউ মধুচাষ শুরু করেন। তার পিতাও একসময় মৌমাছি সংগ্রহ করে মধুচাষের কাজ করতেন।
গ্রাজুয়েশন শেষ করার পরও যখন জীবিকা নির্বাহের কোন উপায়ন্তর খুঁজে পাননি, তখনই মধুচাষে আগ্রহ হন এবং তার চাষ শুরু করেন সাহসী এই মুসলিম তরুণী।
অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশ্বব্যাপী সবার প্রশংসায় ভাসছেন সামার আল বুউ। বেকারত্বকে বুড়ো আঙুল দেখিয়ে একজন তরুণীর এভাবে কর্মোদ্যমী হওয়ার ঘটনায় সবাই তার জন্য শুভকামনা জানাচ্ছেন।
আল কুদস অবলম্বনে বেলায়েত হুসাইন