আবদুল্লাহ তামিম ♦
সৌদি আরবে গতকাল শুক্রবার থেকে পর্যটন ভিসা চালু করা হয়েছে। দেশটির এক ঘোষণার পর ভিসা প্রাপ্তির জন্য আবেদন সংগ্রহও শুরু হয়েছে বলে জানা যায়।
সৌদি আরবের কয়েকটি পত্রিকার বরাতে জানা যায়, সৌদি আরবের চালুু করা এ ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকবে এক বছর। এ সময়কার মেয়াদে দেশটির প্রতিটি রাজ্যে সর্বাধিক ৯০দিন থাকতে পারবে। এক বছরের মধ্যে এ ভিসায় সর্বমোট ১৪০দিন থাকতে পারবে। এর বেশি থাকার অনুমতি দেওয়া হবে না।
ঘোষিত বিধি অনুসারে, পর্যটকরা নিম্নলিখিত ৩টি উপায়ে ভিসা পেতে সক্ষম হবেন-
১। ওয়েবসাইটের মাধ্যমে ‘অনলাইন’ নিবন্ধনের মাধ্যমে।
২। সীমান্ত ক্রসিং করার সময়ও ভিসা নিতে পারবেন। বিমানবন্দরগুলিতে ভিসা প্রাপ্তির সুযোগসুবিধা দেয়া হবে। (কিং খালিদ বিমানবন্দর, কিং আবদুল আজিজ বিমানবন্দর, কিং ফাহাদ বিমানবন্দর, যুবরাজ মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর এবং আল-বাহা গ্রাউন্ড ফ্রন্টিয়ার)।
৩। অনুমোদিত দেশগুলিতে সৌদি দূতাবাস ও কনস্যুলেটের প্রতিনিধিদের মাধ্যমেও ভিসা পেতে পারবেন।
-এটি