আবদুল্লাহ তামিম : আঙ্কেল স্টিভেন নামে পরিচিত এক অমুসলিম প্রতি শুক্রবারে শুধুমাত্র মুুসলিমদের জুতা সোজা করতে হাজির হোন মসজিদে। ঘটনাটি সিঙ্গাপুরের আল-মাওয়াদ্দাহ মসজিদের।
জানা যায়, মুসল্লিদের জুতা সারি সারি সজ্জিত করে রাখতেই প্রতি শুক্রবারে সে মসজিদে উপস্থিত হয়।
এ ঘটনাটি ফেসবুকে তুলে ধরেছেন ইরফান মুস্তফা নামের একজন মুসল্লি। মোস্তফা বলেন, তিনি প্রতি সপ্তাহে মসজিদে লোকটিকে একই কাজ করতে দেখেন।
মুস্তাফা আরো লিখেছেন, প্রখর সূর্যের তাপ বাইরে। এদিকে মুসল্লিরা নামাজে আসছেন। জুমার দিন। মসজিদের মুসল্লিদের সমাগম বেশি। জ্বলন্ত সূর্যের তাপে মানুষ বাইরে দাঁড়াতে পারে না।
আঙ্কেল স্টিভেন এ রোদের মধ্যেই প্রতি শুক্রবার জুতা সোজা করতে চলে আসেন মসজিদে। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম কেনো তিনি এ খেদমতটি করছেন।
তিনি এর উত্তরে বলেন, ওহ, কত সুন্দর দেখাচ্ছে এ জুতাগুলোকে’। তিনি বলেন আমি প্রতি শুক্রবার আসার চেষ্টা করি। আমি মসজিদের কাছাকাছি থাকি।
তিনি বলেন, আমি কেন এমন করি তাও আমি জানি না। তবে আমি প্রশান্তি পাই। আমার ভালো লাগে, তাই আমি কাজটি করি।
সূত্র: ইলমফিড ডটকম।
-এটি