বেলায়াত হুসাইন: ফিলিস্তিনের তিন দিনব্যাপী আঙ্গুর উৎসবের শেষ দিন আজ। উৎসবে আঙ্গুরের সঙ্গে প্রদর্শিত হচ্ছে স্থানীয় নারীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী শিল্পকর্ম।
আঙ্গুরের সোনালী অতীত ফিরিয়ে আনতে এবং প্রাচীন শহরের হারানো জৌলুশতা পুনরুদ্ধার করতে ফিলিস্তিনের খলিলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আঙ্গুর-উৎসব’।
গত শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ উৎসবের উদ্বোধন করেন।
উল্লেখ্য, ফিলিস্তিনের খলিলের আঙ্গুর উৎপাদন প্রতি বছর ৫০ হাজার টন ছাড়িয়ে যায়। এসব আঙ্গুর ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়।
সূত্র:ওয়াফা নিউজ এজেন্সি
আরএম/