আওয়ার ইসলাম: নরওয়ের বারেম শহরের আল-নূর ইসলামিক সেন্টার পরিদর্শনে আগত নরওয়েজিয় যুবরাজ হাকন ম্যাগনাসের সাথে হ্যান্ডশেকের সময় তিন মুসলিম নারীর অপারগতা প্রকাশে মসজিদ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
সম্প্রতি মসজিদটিতে উগ্র জাতীয়তাবাদীদের গুলি বর্ষণের প্রেক্ষিতে যুবরাজ এই পরিদর্শণ সম্পন্ন করেন।
আল-নূর মসজিদের ইনফরমেশন অফিসার ওয়াহিদ আহমদ জানান, যুবরাজের এরূপ পরিস্থিতিতে পড়ার বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। একারণে, আমরা যুবরাজের কাছে দুঃখ প্রকাশ করছি।
গত ১০ আগস্ট নরওয়ের বারেম শহরের এই মসজিদটিতে মুসল্লীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। রাজধানী অসলো থেকে ২০ কিলোমিটার দূরে শহরটিতে অবস্থিত। গুলি বর্ষণের এই ঘটনায় এক জন ব্যক্তি আহত হয়।
জনাব আহমদ জানান, যুবরাজের আসার আগে এই সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, “হ্যান্ডশেকের বিষয়টি আমাদের চিন্তায় ছিলনা এবং তাই এই নিয়ে আমরা আলোচনা করিনি। যদি আমরা আগে জানতাম নারীরা তার সাথে হ্যান্ডশেক করবেন না, তবে আমরা আগেই যুবরাজকে এই বিষয়ে জানাতে পারতাম।”
নরওয়েতে খ্রিস্ট ধর্মের পরে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের ধারনা অনুযায়ী, ২০১৬ সালের নরওয়ের মোট জনসংখ্যার ৫.৭ শতাংশ ছিল মুসলমান।
আরএম/