আওয়ার ইসলাম: তামিল সুপারস্টার সুরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন সংবাদে উত্তাল সামাজিক যোগযোগ মাধ্যমগুলো। সম্প্রতি তিন মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় ভক্তদের মাঝে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় টুপি পরে একটি মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন সুরিয়া। তাকে মালা পরিয়ে বরণ করছেন মুসলিমরা। তার মাথায় লাল কাপড় পরিয়ে দেয়া হচ্ছে।
নাভিম ভাই নামে এক টুইটার অ্যকাউন্টের মাধ্যমে এ ভিডিও ছড়ানো হয়। সেটি ভাইরাল হয়েছে। মূলত ভিডিওটির মূল বিষয়টি মিথ্যা। সুরিয়া ধর্মান্তরিত হননি। বরং ভিডিওটি তার অভিনীত একটি সিনেমার।
https://twitter.com/naveenkvst/status/1167984314543296512
ওই সিনেমার একটি দৃশ্যের জন্য ভিডিওটি ধারণ করা হয়েছিল। কোনো এক ভক্ত সামনাসামনি দৃশ্যটি নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন। সুরিয়া জানিয়েছেন, তিনি হিন্দু ধর্মেই বিশ্বাস করেন। তার ধর্মান্তরিত হওয়ার খবরটি ভুল।