সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইহুদি বসতি সম্প্রসারণে ফিলিস্তিনের ১০০ একর জমি দখল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের বেশ কয়েকটি এলাকার অনেক জায়গা বেদখল করে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

আল আরাবিয়া ডটনেটের বরাতে জানা যায়, ফিলিস্তিনের তালমুদ কিরকুক রামল্লা পশ্চিম তীরের নাবলুসসহ আরো কয়েকটি এলাকার প্রায় ১০০ একর জমি দখল করেছে নিয়েছে।

অধিকৃত জায়নিস্ট ইহুদিবাদী সরকার দখলকৃত জমিগুলোতে ইহুদি উপনিবেশ আরও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।

ফিলিস্তিনের সমাজকর্মী ঘাসন গুলজ বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী কিরকুক ও রামাল্লার বাসিন্দাদের ঘরবাড়ী খালি করার আদেশ দিয়েছে। না হয় মাটির সঙ্গে ঘুরিয়ে দেয়ার হুমকি দিয়েছে তারা।

তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ঘোষণা করেছিলেন, তার সরকার ফিলিস্তিনের সমস্ত বসতি দখল করে ইহুদি বসতি স্থাপন করে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করবে।

তিনি আরও বলেন, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি জনবসতি স্থাপনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী পাঁচ মাস আগে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের আগে এসব বসতি স্থাপন করছেন বলে জানা যায়।

আল-আরাবিয়া ডটনেট অবলম্বনে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ