সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


তাজিয়া ও গণেশ পূজা সামনে রেখে ভারতের বিভিন্ন স্থান থেকে ১৪২ তরোয়াল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

১০ মুহররমে শিয়াদের তাজিয়া মিছিল ও হিন্দুদের গণেশ ‍পূজা সামনে রেখে ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৪২টি ধারালো তরোয়াল উদ্ধার করেছে পুলিশ।

ভারতের ডেইলি বাসিরাত অনলাইনের বরাতে জানা যায়, ভারতের দরভাঙ্গা জেলার স্থানীয় পুলিশ ১৪ দোকানে অভিযান চালিয়ে ১৪২টির তরোয়াল জব্দ করেছে। পুলিশের এ পদক্ষেপের পর স্থানীয় দোকানদাররা দোকান থেকে অস্ত্র ও তরোয়াল সরিয়ে ফেলে।

পুলিশের ইনচার্জ দিলীপ কুমার পাঠক জানান, মুহররম ও গণেশ পূজা ওই এলাকায় বেশি পালন করা হয়। আমরা শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চালিয়ে দেশীয় আরো অনেক অস্ত্র উদ্ধার করেছি।

এদিকে, টহল পুলিশের শ্যারন কুমার গোয়ার্ড তিনটি দোকান থেকে আরো কয়েকটি অবৈধ তরোয়াল জব্দ করেছেন। থানা ইনচার্জ জানান, যারা অবৈধভাবে অস্ত্র রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, এ জাতীয় তরোয়াল বিক্রি আইনী অপরাধ। সূত্র: বাসিরাত অনলাইন

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ