আওয়ার ইসলাম: হাসলে দুই পাটি ঝকঝকে দাঁত দেখা যাবে এমনটা চান সবাই। হলুদ দাঁতের কারণে তাই পড়তে হয় অস্বস্তিকর পরিস্থিতিতে।
ধরুন কিছুক্ষণ পরেই কোনো পার্টি রয়েছে। দাঁত ব্রাশ করেও কিছুতেই হলদেটে ভাব দূর করা যাচ্ছে না? এমন পরিস্থিতিতে কী করবেন?
ছোট্ট একটি পদ্ধতি কাজে লাগিয়ে মাত্র দুই মিনিটেই পেতে পারেন ঝকঝকে সাদা দাঁত। এর জন্য আপনার লাগবে বেকিং সোডা আর নারকেল তেল। দুটি উপাদান সমপরিমাণ নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
এবার এই পেস্ট দিতে মেসওয়াকের সাহায্যে দাত ব্রাশ করে মুখ ধুয়ে ফেলুন। তারপর আয়নায় তাকিয়ে দেখুন চমক। দাঁত থেকে উধাও হয়ে গিয়েছে হলদেটে ভাব।
আরএম/