সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


শাহিন আলমের বাবা-মার সন্ধানে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মীরপুর কওমি মাদরাসার ছাত্র শাহিন আলম (১০) কে নিয়ে বিপাকে পড়েছে রাণীনগর থানা পুলিশ। পথ ভুলে রাণীনগরে চলে এসেছে শাহিন আলম।

ছেলেটির কথা মতে তার নাম: মো. শাহিন আলম (১০), পিতা:- মো. রশিদ, মাতা:-মোছা. রুজিনা, বাড়ি- ফ্যান্টাসি কিংডম, থানা:- আশুলিয়া, জেলা:- ঢাকা। এই ছেলেটি ঢাকা মীরপুর কওমি মাদরাসায় লেখাপড়া করে ও তার বাবা পেশায় একজন রড মিস্ত্রি বলে জানায়।

রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, গত বৃহস্পতিবার ০৫/০৯/২০১৯ইং তারিখে নওগাঁর জেলার রাণীনগর রেলওয়ে স্টেশনে এই ছেলেটিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাকে রাণীনগর থানা পুলিশের হেফাজতে দেয়। ওই দিন রাতে ওই ছেলেকে রাণীনগর থানার এক পুলিশ ও স্থানীয় একজন লোক সাথে নিয়ে তার দেওয়া তথ্য মতে ঢাকায় গেলে তার বাবা-মার কোন সন্ধান পাওয়া পাইনি।

আবার ওই ছেলেটিকে শুক্রবার ০৬/০৯/২০১৯ইং তারিখে রাণীনগর থানায় নিয়ে আসা হয়েছে। যদি কেউ এই ছেলেটিকে চিনেন তাহলে রাণীনগর থানা পুলিশের সাথে যোগায়োগ করুন। বর্তমানে এই ছেলেটি রাণীনগর থানা পুলিশের হেফাজতে আছে।

যোগাযোগের ঠিকানা:- ওসি, রাণীনগর থানা, নওগাঁ, মোবাইল:-০১৭১৩-৩৭৩৮৩৭।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ