আওয়ার ইসলাম: কাশ্মীর নিয়ে কথা বলায় শেহলা রশিদ নামে এক সমাজকর্মীর বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দেশদ্রোহিতা, দাঙ্গায় উস্কানিসহ কয়েকটি মামলা করা হয়।
ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তবের অভিযোগের ভিত্তিতেই এই মামলা করা হয়। শ্রীনগরের বাসিন্দা শেহলা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রী। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।
শেহলা রশিদ বলেন, ‘আমার বক্তব্যের বিষয়ে সেনা কর্তৃপক্ষ তদন্ত শুরু করলেই আমি তাদের হাতে প্রমাণ তুলে দেব। আমি যা বলেছি, পুরোটাই কাশ্মীর থেকে আসা লোকজনের বিশ্বাসযোগ্য কথোপকথনের ভিত্তিতে। মিথ্যে বলার কোনও প্রশ্নই নেই। আমি একটা নয় অনেকগুলো অভিযোগ তুলেছি।’
সম্প্রতি শেহলা রশিদ অভিযোগ করেন, ভারতের সেনারা কাশ্মীরে খেয়ালখুশি মতো বাড়িতে অভিযান চালাচ্ছে। তারা বাসিন্দাদের তুলে নিয়ে যাচ্ছে। গ্যাস-পানি বন্ধ করে দেওয়া হচ্ছে।
কাশ্মিরের পরিস্থিতি নিয়ে মন্তব্যের জন্য শেহলা রশিদের বিরুদ্ধে এর আগে ফৌজদারি অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অলোক শ্রীবাস্তব। ভারত সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগে ওই সময় তিনি তাকে গ্রেফতারেরও দাবি জানান।
আরএম/