সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


সোনামসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনামসজিদের দানবাক্সের সিলগালা করা তালা ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। ইমাম হিজবুল্লাহ ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ঘটনাটি নিশ্চিত করেন বলেন, দানবাক্সটি গত ১১ মাস থেকে সিলগালা করা ছিল।

মোয়াজ্জিন সাদিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের আজান দিতে মসজিদে ঢুকতেই দানবাক্সটির তালা ভাঙ্গা ও কিছু টাকা পড়ে থাকতে দেখি। পরে ঘটনাটি পাশের বাজারের নৈশ প্রহরীকে জানাই।

মসজিদের ইমাম হিজবুল্লাহ জানান, মোয়াজ্জিনের মাধ্যমে সংবাদ পেয়ে আমি ও কোষাধ্যক্ষ এসে দেখি মসজিদের উত্তর দিকে পকেট গেটের তালা ভাঙ্গা।

তিনি আরও জানান, প্রতিবছর মাত্র একবার দানবাক্সটি খোলা হয়। এতে প্রায় ৫ লাখ টাকা জমা হয়। সে হিসাবে গত ১১ মাসে প্রায় চার লক্ষাধিক টাকা দানবাক্সে জমা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কমিটিকে নিয়ে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ