বেলায়েত হুসাইন ♦
বিশ্বের বৃহত্তম ইসলামি বিদ্যাপীঠ মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর ঘোষণা দেন আল-আজহারের উপাচার্য ডক্টর মুহাম্মাদ মেহেরসাবী। অনলাইন ভিত্তিক এই ভর্তি কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত চলবে বলে জানান তিনি।খবর-আল আহরামের।
মিশরীয় পত্রিকাটি আল-আজহারের মিডিয়া সেন্টারের বরাতে জানিয়েছে, যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে আল আজহার থেকে সেকেন্ডারি সার্টিফিকেট অর্জনে সক্ষম হয়েছে সেসব আগ্রহী শিক্ষার্থীরাই শুধুমাত্র বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট সরকারি একটি ওয়েবসাইটে দ্বিতীয় ধাপের ভর্তির রেজিষ্ট্রেশন করার সুযোগ পাবে।
আল-আজহারের অনলাইন সমন্বয়ক বিষয়ক প্রধান মুহাম্মাদ ফারজ জানিয়েছেন, প্রথম ধাপে যেসকল শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করতে পারেনি তারাই দ্বিতীয় ধাপে আবেদন করবে। আর দ্বিতীয় ও শেষ ধাপে সর্বমোট ২৬ হাজার ৩ শত ২ জন শিক্ষার্থীর আবেদনের সুযোগ রয়েছে।
অনলাইনে আবেদন করতে এই ওয়েবসাইটে প্রবেশ করুনঃ-https://tansik.egypt.gov.eg/application/Certificates/Azhar/DefaultAzhar.aspx
-এটি