পাকিস্তান মুসলিম প্রধান দেশ। মুসলমানদের ধর্মের প্রধানকেন্দ্র মসজিদ। স্বভাবতই দেশটি মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে অসংখ্য মসজিদ রয়েছে। প্রাচীন ও আধুনিক মিলিয়ে পাকিস্তানের সুন্দর ৫ টি মসজিদের ছবি নিয়ে আজকের আয়োজন 'ছবিতে মসজিদ'। লিখেছেন বেলায়েত হুসাইন।
১. বাদশাহ ফয়সাল মসজিদ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত নান্দনিক এই মসজিদটি সৌদি সরকারের আর্থিক সহায়তায় নির্মিত। অত্যন্ত মনকাড়া ও সুন্দর একটি এলাকায় বেদুঈনদের তাবু সদৃশ অসাধারণ এই মসজিদের মুসল্লি ধারণক্ষমতা প্রায় ৩ লক্ষ। ৫ হাজার বর্গমিটার স্থান নিয়ে বাদশাহ ফয়সাল মসজিদের অবস্থান।
২. বাদশাহী মসজিদ, লাহোর
মসজিদের মূল ফটকের বাহির থেকে তোলা ছবিতে কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় বাদশাহী মসজিদের চমৎকার দৃশ্য। মোঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশনায় ১৬৭৩ সালে মসজিদটি নির্মিত হয়। একইসঙ্গে এখানে ছয় হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারেন।
৩. মাভী মসজিদ
এই মসজিদটি নির্মাণে তুর্কী নির্মাণশৈলী ব্যবহৃত হয়েছে। বিশেষজ্ঞদের মতে মাভী মসজিদটি মূলত ইস্তাম্বুলের নীল মসজিদের অনুরূপ।
৪.চিনিওট শাহী মসজিদ
তাজমহল প্রতিষ্ঠাকারী মোঘল সম্রাট শাহজাহানের যুগে নবাব সা'দুল্লাহ খান চিনিওট শাহী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মূল ফটকের সম্মুখ থেকে তোলা ছবিতে মুঘল স্থাপত্যের নান্দনিক সৌন্দর্য ফুটে উঠেছে।
৫.বুহাইরা মসজিদ
আধুনিক ও প্রাচীন নির্মাণশৈলীর মিশেলে বুহাইরা মসজিদ নির্মিত হয়েছে। রাতের আঁধারে সম্মুখভাগে ফোয়ারার উচ্ছল জলরাশির বাহারি রঙ মসজিদের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে।
তথ্যসূত্র: বিবিসি উর্দু
আরএম/