সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রূপগঞ্জে খেলায় হেরে মাদরাসা ছাত্রদের পেটাল স্কুল শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফুটবল টুর্নামেন্টে হেরে যাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা কালাদী সাহাজউদ্দিন জামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মাদরাসার ছয় শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাটি খুবই ন্যাক্কারজনক বলে দাবি করেছেন চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান।

এ ব্যাপারে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। আমার স্কুলের যেসব শিক্ষার্থী ও খেলোয়াররা মাদরাসার খেলোয়ারদের ওপর হামলা করেছে, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয় ফুটবল দল ও কালাদী সাহাজউদ্দিন জামিয়া ফাজিল মাদরাসা ফুটবল দলের অংশগ্রহণে আজ বেলা ১০টার দিকে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃস্কুল ও মাদরাসা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা ছিল। ’

‘প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় কালাদী সাহাজউদ্দিন জামিয়া ফাজিল মাদরাসা। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তপর্যন্ত সেই গোল শোধ করতে না পারায় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের খেলোয়াররা মাদরাসার খেলোয়ারদের ওপর হামলা চালায়। এসময় মাদরাসা দলের গোলকিপার আব্দুর রহমান রিমন, সাব্বির, আলী আকবর, ছাব্বির রহমানসহ ছয়জন আহত হয়।’

এ ব্যাপারে আহত মাদরাসা শিক্ষার্থী আলী আকবর হোসেন অভিযোগ করেন, ‘কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে প্রতিবছর আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট হয়। প্রতিবছরই এমন ঘটনা ঘটে। আমরা এর বিচার চাই।’

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ