মুফতি আবদুল্লাহ তামিম ♦
দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে সম্প্রতি একটি ফতোয়া চাওয়া হয়েছে, ফরজ নামাজের সিজদায় ‘সুবহানা রাব্বিয়াল আলা’ পড়ার পর বাবা-মার জন্যে দোয়া করতে পারবে কী না।
যেমন কেউ যদি এমন পড়লো ‘রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা’ তাহলে নামজের কোনো সমস্যা হবে না তো?
দারুল উলুম দেওবন্দ এ গুরুত্বপূর্ণ ফতোয়ার জবাবে বলেছেন, ফরজ নামাজের সিজদায় যে দোয়া নির্ধারিত সেটিই পড়তে হবে। তথা سبحان ربی الاعلیٰ ‘সুবহানা রাব্বিয়াল আলা’। অন্য কোনো দোয়া পড়া যাবে না।
তবে নফল কিংবা সুন্নত নামাজের সিজদায় বাবা-মার জন্য দোয়া করতে পারবেন। তবে যেভাবে কুরআন হাদিসে দোয়া দেয়া আছে সেভাবে পড়তে হবে। আরবি ছাড়া অন্য কোনো ভাষায় নামাজে দোয়া পড়া বৈধ নয়। Fatwa: 1319-1119/D=12/1440
সূত্র: দারুল উলুম দেওবন্দ অনলাইন ফতোয়া সাইট।
-এটি