শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


উদ্বোধন হলো সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ৩১তম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে ৬ দিনব্যাপী ‘ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী পর্ব ২৪ আগস্ট ২০১৯ শনিবার সকাল ৯টায় বোর্ডের কাকরাইলস্থ নিজস্ব ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব এম আযীযুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রূমি এ হোসেন।

প্রধান অতিথি জনাব এম আযীযুল হক তাঁর বক্তৃতায় বলেন, ইসলামী ব্যাংকিং কেবল আর্থ-সামাজিক উন্নয়নেই নয়; বরং জাতিসংঘের উন্নয়ন লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্য অর্জনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি জনাব রূমি এ হোসেন প্রশিক্ষণ কোর্স থেকে অর্জিত জ্ঞান নিজেদের জীবনে বাস্তবায়িত করার পাশাপাশি সহকর্মীদের মধ্যে বিস্তার করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জনাব মোঃ আবদুল্লাহ শরীফ মানবসম্পদ উন্নয়নে সদস্যপ্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনস (অঅঙওঋও) প্রবর্তিত সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট (ঈওচঅ) কোর্স বাংলাদেশে চালুর অংশ হিসেবে ভর্তি কার্যক্রম শুরু করেছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।

ইউনিয়ন ব্যাংক লিমিটেড, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড থেকে মোট ৪৫জন প্রশিক্ষণার্থী সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড আয়োজিত ৩১তম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ