বেলায়েত হুসাইন ♦
মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সবচেয়ে দামি ও শান্তির জায়গা মসজিদ। আজ বিশ্বের আয়তনের দিকদিয়ে পাঁচটি মসজিদের কথা বলবো।
ইমাম রেজা মসজিদ, ইরান: শিয়া ধর্মাবলম্বীদের এ মসজিদটিকে বিশ্বের সবচে বড় মসজিদ হিসেবে ধরা হয়। ইরানের মাশহাদ নগরীতে প্রায় ৫৯৮,৬৫৭ বর্গমিটার জায়গা জুড়ে এর অবস্থান।
৫ লক্ষ মুসল্লি ধারণক্ষমতা সম্পন্ন এ মসজিদটি ৮১৮ সালে নির্মিত হয়। শিয়া ধর্মমতে তাদের বারো ইমামের অষ্টম ইমাম 'রেজা'এর নামে এ মসজিদের নামকরণ করা হয়েছে।
সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ, ওমান: এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। প্রায় ৪১৬,০০০ বর্গমিটার স্থান দখল করে মসজিদটি ওমানের রাজধানী মাসকটের সৌন্দর্য বৃদ্ধি করে দাঁড়িয়ে রয়েছে। ২০০১ সালে মসজিদটির নির্মান কাজ সমাপ্ত হয়।
এখানে একসঙ্গে ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। বড় একটি গম্বুজ এবং সুউচ্চ চারটি মিনার বিশিষ্ট মসজিদের সবচে আকর্ষণীয় দিক, এখানে রয়েছে হাতেবোনা বিশ্বের দ্বিতীয় দীর্ঘ কার্পেটটি এবং ১৪ মিটারের বিরাট এক ঝাড়বাতি।
শাহ মসজিদ, ইরান: শ্রেণীবিন্যাসের সময় এটিকে ধরা হয় বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে। ৪০০,৪৯৯ বর্গমিটার জায়গার উপর ১৬২৯ সালে এটি নির্মান করা হয়েছে। মসজিদের মুসল্লি ধারণক্ষমতা প্রায় ৭ লক্ষ। ইরানের ইস্পাহান নগরীতে শাহ মসজিদের অবস্থান।
মসজিদুল হারাম, সৌদি আরব: মুসলিম জাহানের প্রাণকেন্দ্র সৌদি আরবের মক্কা মুকাররমায় মসজিদুল হারামের অবস্থান। আয়তনের দিকদিয়ে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ। কাবা শরীফকে মূল কেন্দ্র বানিয়ে তার চারপাশের প্রায় ৪০০,০০০ বর্গমিটার জায়গার উপর এটি নির্মিত হয়েছে। ৪০ লক্ষ মুসল্লি একইসঙ্গে নামাজ আদায় করতে পারে মসজিদুল হারামে।
মসজিদে নববি সা., সৌদি আরব: বিশ্বের পঞ্চম বৃহত্তম মসজিদ হিসেবে গণনা করা হয় মসজিদে নববী সা.কে। সৌদি আরবের মদীনা মুনাওরাহতে প্রায় ৩৯৯,৪৮৩ বর্গমিটার জায়গাজুড়ে হযরত মুহাম্মদ সা. এর মসজিদটির অবস্থান। ১০ লক্ষের কাছাকাছি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এখানে। আমাদের নবী মুহাম্মাদ সা. এর পবিত্র রওজা মুবারক এখানেই অবস্থিত।
সূত্র: সিএনএন