আওয়ার ইসলাম: রাজধানীতে মহামারী রূপ নিয়েছে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে হলে প্রথমে এডিস মশার প্রজনন ক্ষমতা ধ্বংস করতে হবে। যেকোনো রোগ হওয়ার আগে তা প্রতিরোধ করতে হবে। কারণ রোগে আক্রান্ত হওয়ার আগে রোগ প্রতিরোধ ভালো। আসুন জেনে নেই কীভাবে ঘরেই তৈরি করবেন মশা তাড়ানোর ক্রিম।
মশা তাড়ানোর ক্রিম যেভাবে তৈরি করবেন : ছোট্ট একটি কৌটা বা কাচের বয়াম নিন। একটি মোমবাতি থেকে ২০০ গ্রাম মোম গুঁড়ো করে নিয়ে কৌটায় রাখুন।
এবার ৩০ মিলি নিম তেল এবং ৩০ মিলি গিøসারিন মিশিয়ে নিন। সঙ্গে ৫০ মিলি পানিও পাত্রে ঢেলে দিন। একটি গামলায় ১ লিটার পানি ১০ মিনিট ধরে গরম করুন।
গরম পানিতে নিম তেল, মোম ও পানিভর্তি পাত্রটি বসিয়ে রাখুন। লক্ষ্য রাখবেন, পাত্রের মধ্যে মোম গলছে কি না। যদি না গলে তাহলে গামলার পানি আরও একবার গরম করুন।
গরম পানির গামলা থেকে সাবধানে নিম, তেল, গ্লিসারিন, মোম আরও পানি মেশানো পাত্রটি তুলে এনে টেবিলে রাখুন।
৫-৭ মিনিট পর পাত্রের মধ্যে লেবুর রস ৫ ফোঁটা এবং যেকোনো পারফিউম বা সুগন্ধি ৫ ফোঁটা ঢেলে দিন। এবার ছোট্ট একটি চামচ দিয়ে পাত্রের মিশ্রণটি ৫-৭ মিনিট নাড়তে থাকুন। তৈরি হয়ে যাবে মশা তাড়ানোর ক্রিম।
এই ক্রিমের গন্ধ একটু খরাপ হলেও ক্রিম হাতে-পায়ে মেখে নিন। মশা আপনার কাছেও ঘেষবে না। এই ক্রিম ফ্রিজে অথবা অপেক্ষাকৃত কম তাপমাত্রায় রাখতে হবে। তৈরির দিন থেকে ৬ মাস পর্যন্ত এ ক্রিম ব্যবহার করা যাবে।
এছাড়া বাজারে পাওয়া যায় অডোমোস নামের ক্রিম বা লোসন। এটাও ব্যবহার করতে পারেন।
-টি