সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

ইসলাহি চিঠিপত্র লেখার ১০ নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিঠি একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত বার্তা। চিঠি দুপক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখে। প্রাচীনকাল থেকেই মানুষ চিঠি আদান-প্রদান করেছে। নফসের এসলাহীর জন্য চিঠি ব্যবহারের প্রচলন ছিল।

মুরিদ নিজের অবস্থা বর্ণনা করে চিঠি লিখতো। তার পীর তাকে অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন আমল দিতো। বর্তমান আধুনিক সময়েও চিঠি ব্যবহার একদম শেষ হয়ে যায়নি। এখনো কেউ কেউ চিঠি ব্যবহার করে থাকে। সেজন্য আজকে আমাদের এ আয়োজন।

১. একদম উপরে বিসমিহী তা‘আলা।

২. সালাম লিখার পর বিষয়বস্তু শুরু করবে।

৩. কাগজের মধ্যে লম্বা ভাবে মাঝখানে ভাজ করবে, তার পর ডান অর্ধেকে লিখবে এবং বাম অর্ধেকে জবাবের জন্য খালি রাখবে।

৪. ইসলাহী সম্পর্ক কায়েম এর এজাযত না নিয়ে ইসলাহী চিঠি লিখবে না।

৫. প্রত্যেক চিঠির উপরে বিস্‌মিহী তা‘আলার নিচে চিঠি নং…… লিখবে।

৬. চিঠি খামের ভিতরে দিবে, খামের উপর শুধু নিজের নাম ও ঠিকানা লিখবে (এটা হাতে হাতে নেয়ার ক্ষেত্রে)।

৭. প্রত্যেক চিঠির সাথে আগের চিঠির ফটোকপিও দিয়ে দিবে।

৮. এক চিঠিতে একটা সমস্যার বেশি উল্লেখ করবে না, এক পাতার ভিতরে শেষ করতে চেষ্টা করবে, একান্ত প্রয়োজন হলে ভিন্ন কথা।

৯. পরামর্শ অনুযায়ী কতটুকু আমল করা হয়েছে? এবং ফলাফল কি? তা অবশ্যই উল্লেখ করবে।

১০. চিঠির শেষে নাম ঠিকানা ও তারিখ লিখবে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ