আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ব্রাডফোর্ড শাখার উদ্যোগে ২৪ তম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার স্থানীয় সময় বেলা ২ টায় ব্রাডফোর্ড তাওয়াককুলিয়া জামে মসজিদে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ব্রাডফোর্ড শাখা সভাপতি ও তাওয়াক্কুলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী শিকদারের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম।
মহাসম্মেলনে উদ্বোধনী বয়ান পেশ করেন তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য সরসিনার মেঝ পীর হযরত মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন, মির্জা গোলাম কাদিয়ানীর অনুসারী কাদিয়ানী সম্প্রদায় আল্লাহর মনোনিত পুর্ণাঙ্গ শরিয়ত দীন ইসলামকে অসম্পুর্ণ প্রমান ও প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা দীন ইসলামের সমান্তরালে নতুন একটি মিথ্যা ধর্মকে ইসলামের নাম দিয়ে প্রতিষ্ঠিত করতে চায়। পৃথিবির ইতিহাসে মির্জা কাদিয়ানীর চেয়ে বড় প্রতারক, ভন্ড ও ধোঁকাবাজ আর নেই। অতএব সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম সংখালঘু ঘোষণা করতে হবে।
তিনি আরও বলেন, আল্লামা শাহ আহমদ শফী সাহেবের নেতৃত্বে তাহাফফুজে খতমে নবুওয়তের ব্যানারে বাংলাদেশের জনগন ঐক্যবদ্ধ হচ্ছে। অচিরেই কঠোর আন্দোলনের মাধ্যমে কাদিয়ানীদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণার দাবি আদায় করবো।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খতিবে ইসলাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি। তিনি বলেন, আকিদায়ে খতমে নবুওয়তের হেফাজত করা মুসলমানের সর্ব প্রথম কর্তব্য। খতমে নবুওয়ত থাকলে দীন থাকবে। কাদিয়ানীরা ইসলামের মূল জিনিসের উপর আঘাত হেনেছে।
মহাসম্মেলনে আরো বক্তব্য রাখেন তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আল্লামা জুনাইদ আল হাবিব,জামিয়া খাতামুন্নানিয়্যিন এর মুহতামিম মুফতি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা জোবায়ের আহমদ আনসারী, সিলেট বরুনার মুহাদ্দিস মুফতি ওয়ালিউর রহমান, বিশিষ্ট আলেমে দীন মুফতি নাজিমুদ্দিন কাসেমী, জামিয়া ইসলামিয়া বার্মিংহামের মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা রেজাউল হক, ব্রাডফোর্ড শাখা তাহাফফুজে খতমে নবুওয়তের অন্যাতম সদস্য মাওলানা আবু তাহের ফারুকি প্রমুখ।
-এএ