মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২১ মাঘ ১৪৩১ ।। ৫ শাবান ১৪৪৬

শিরোনাম :
সিলেটের কওমি মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারার কেন্দ্রীয় পরীক্ষা আগামীকাল  সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ    ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ ও IFAC-এর মধ্যে চুক্তি সম্পাদন জেসিআই বাংলাদেশ সিনেট সভা অনুষ্ঠিত চবিতে রাসুলুল্লাহ (সা.) কে নিয়ে কটুক্তি, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ ইজতেমার দ্বিতীয় ধাপে যৌতুকবিহীন ২৩ যুগলের বিয়ে বিয়ের বয়স কত হওয়া উচিত? কী বলে ইসলাম আন্দোলনে সমর্থনের কারণে কারা নির্যাতিত প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জমিয়তের এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে: জামায়াত আমির

ইরাকের মসুলে ফের দূতাবাস চালুর ঘোষণা দিল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের মসুল নগরীতে ফের দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে তুরস্ক। ইরাকে নিযুক্ত তুর্কি-রাষ্ট্রদূত ফতেহ ইয়ালদিজ স্থানীয় সময় সোমবার একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তুরস্কের শক্তিশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ খবর দিয়েছে।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, মসুলে চালু হতে যাওয়া দূতাবাস থেকে খুব শিগগিরই প্রয়োজনীয় সব সেবা গ্রহণ করা যাবে।

ইরাকের পক্ষে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মসুলের নিনবী জেলার গভর্নর মানসুর আল মারয়িদ।

সংবাদ সম্মেলনে তুর্কি-রাষ্ট্রদূত ফতেহ ইয়ালদিজ মানসুর আল মারয়িদকে দু'দেশের মানবিক, ঐতিহাসিক এবং শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের এই সাক্ষাৎ ইরাকের পুনর্গঠন এবং মসুল সম্পর্কে আঙ্কারার আত্মবিশ্বাস আরো জোরদার করতে সাহায্য করবে।

তিনি আরো বলেন, মুসলের আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও পরিবহন খাতে তুরস্ক অবদান রাখবে। এসময় তিনি যুদ্ধবিধ্বস্ত মুসল নগরীর পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন এখন সময়ের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে মনে করিয়ে দেন।

উল্লেখ্য, সন্ত্রাসী সংগঠন আইএস কর্তৃক ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর মসুলের তুর্কি দূতাবাস ভবনে হামলা হয় এবং সে সময় ভবনের মধ্যে থাকা অনেক মানুষ হতাহতের শিকার হলে দূতাবাস বন্ধ করে দেয়া হয়।

সূত্র: ডেইলি সাবাহ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ