মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

শ ম রেজাউল করিমের সঙ্গে নাজিরপুর উলামা পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ ফিরোজী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির সঙ্গে ২৪ বেইলী রোডের সরকারি বাসভবনে নাজিরপুর উলামা পরিষদের (পিরোজপুর) আমির জামিয়া ইমাম বুখারির প্রিন্সিপাল মুফতি ওয়াহীদুল আলমের নেতৃত্বে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রাত দশটায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দু ঘণ্টার অধিক সময় ধরে চলা এ সাক্ষাতে মন্ত্রী মসজিদ মাদরাসার উন্নয়নসহ উলামায়ে কেরামের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সর্বান্তঃকরণে বিশ্বাস করেন কওমী শিক্ষাধারার মাধ্যমে এ উপমহাদেশে শিক্ষার আলো ছড়িয়েছে। এ কারণেই তিনি বিভিন্ন মহলের প্রচন্ড বিরোধিতা সত্ত্বেও কওমী সনদের স্বীকৃতি দিয়েছেন।

ইজতেমা ময়দান ও কাকরাইল মসজিদের জায়গা প্রদান, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ ইসলামের সেবায় করা অসংখ্য কাজের জন্য তিনি বঙ্গবন্ধুকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

পারস্পরিক সৌহার্দপূর্ণ এ সাক্ষাতে অরাজনৈতিক সেবামূলক এ সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়কে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও মানবসেবায় তাদের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন।

বিশেষ করে গরীব রোগীদের সুচিকিৎসা, অসহায় দুঃস্থ পুনর্বাসন, এতিম ও বিধবাদের সহায়তা প্রদান, সামাজিক বনায়ন কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষ রোপণ, ইফতার বিতরণ, কুরআন শিক্ষা কার্যক্রম, যৌতুক বিহীন বিবাহ, সন্ত্রাস ও মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করার বিভিন্ন স্থানে মাহফিল আয়োজন সহ নাজিরপুরের মাটি ও মানুষের সর্বাঙ্গীণ কল্যাণে নিজ পকেটের টাকা খরচ করে বাস্তবায়িত হওয়া কার্যক্রমের বর্ণনা শুনে গনপূর্ত মন্ত্রী আবির্ভূত হন এবং আদর্শ সমাজ ও জাতি গঠনে তাদের মিশন চালিয়ে নেওয়ার উৎসাহ প্রদান করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন সেক্রেটারি জেনারেল মুফতী আ. রহীম কাসেমী, নায়েবে আমীর মাওলানা রিয়াজুল ইসলাম মুনীর, মাওলানা ফেরদাউস আহমাদ, মুফতী ইলিয়াস, জয়েন্ট সেক্রেটারি মুফতী সাখাওয়াত হোসাইন সহ মাওলানা আতীকুর রহমান, মুফতী আবুল হাসান, মুফতী কামরুল ইসলাম আরেফী।

মুফতী মুসলেহ উদ্দিন, মুফতী ইলিয়াস আহমাদ, মুফতী আবদুল্লাহ ফিরোজী, হাফেজ ফজলুর রহমান, মুফতী নাসির উদ্দিন, মুফতী হাবিবুল্লাহ মিসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ