আওয়ার ইসলাম: নুসরাতের মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে 'ডিবেট ফর ডেমোক্রেসি' আয়োজিত নারী নিপীড়ন কমাতে মূল্যবোধের চর্চা নিয়ে এক ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নুসরাত হত্যা মামলায় ৯২ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকিদের সাক্ষ্য নেয়া শেষ হবে। ভয়ভীতি দেখিয়ে মামলা যাতে ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক আছি।
তিনি আরও বলেন, ওসি মোয়াজ্জেম নুসরাতের যে ভিডিও ধারণ করেছিলেন তা ছিল বিধি বহির্ভূত। বাংলাদেশে আইন আছে, শাস্তিও হচ্ছে, প্রয়োজন অনুযায়ী সরকার বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করছে। দেশে কোন না কোন আদালতে গড়ে প্রতিদিন একজন লোকের ফাঁসির রায় হচ্ছে। তারপরও সকল অপরাধের বিচার দ্রুততম সময়ে করা যাচ্ছে না।
-এএ