আবদুল্লাহ তামিম ♦
ইসলামে হারাম হওয়ায় শরীর থেকে ট্যাটু মুছে ফেলছে ইন্দোনেশিয়ার বন্দীরা। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় কারাগারের বন্দীরা নিজেদের শরীর থেকে পূর্বের আঁকা ট্যাটু মুছে ফেলছেন। এতে ধর্মীয় সংগঠন ‘গো হিরাজ’ বিনামূল্যে তাদের সহায়তা করছে বলে জানা যায়।
ভাইস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বন্দীরা মূলত ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার অঙ্গীকার করে শরীর থেকে ট্যাটু উঠিয়ে ফেলছেন। ইসলামে ট্যাটু আঁকাকে ‘হারাম’ বলা হয়েছে।
শরীরে লেজার ট্যাটু করতে একজন মানুষের যেমন বেশ অর্থ যায়, তেমনি তা তুলতেও বেশ খরচ হয়। গো হিরাজ নামের সংগঠনটি লেজার ব্যবহার করে ট্যাটু তুলতে কোনো অর্থ নিচ্ছে না।
বন্দীদের মধ্যে প্রথমে আমির নামের এক যুবক ট্যাটু তোলার সিদ্ধান্ত নেন। তাকে জাহাজ ছিনতাই মামলায় ছয় বছর কারাদণ্ড দেয়া হয়েছে। ট্যুাটু তুলে ফেলা প্রসঙ্গে আমির বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি গো হিরাজের কাছে কৃতজ্ঞ। তাদের কারণে ইসলামের পথে ফিরতে পারছি’।
তিনি জানান, এই বছরের শেষ দিকে তার সাজার মেয়াদ শেষ হবে। তার আগে শরীরের বাকি ট্যাটুগুলো উঠিয়ে ফেলবেন।
-এটি