আওয়ার ইসলাম: নারী-শিশু নির্যাতন মামলা আরও কঠোর হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা।
আজ রোববার দুপুর ১২টায় নিজ কর্মস্থলে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ফজিলাতুন নেসা বলেন, ‘নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বর্তমান আইনটি প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী আরও কঠোর করার উদ্যোগ নেয়া হবে। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, সামাজিক, সাংস্কৃতিক কর্মী ও জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতার মাধ্যমে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ করা হবে। বর্তমান সরকার নারী বান্ধব সরকার। তাই নারীদের উন্নয়নে, ক্ষমতায়নে ও সমমর্যাদা প্রদানে অনেক পদক্ষেপ নিয়েছে সরকার।
-এটি