মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

২৮ পণ্যকে পুনরায় মানসম্মতের ছাড়পত্র বিএসটিআইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানোত্তীর্ণ নয় বলে নিষিদ্ধ করা ৭৪টি পণ্যের ২৮টি পণ্যকে মাত্র দেড় মাসের মাথায় মানসম্মতের ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট -বিএসটিআই।

এজন্য এসিআই, প্রাণ, ওয়েল ফুডসহ নামকরা ব্র্যান্ডের এসব পণ্যের ব্যবহার নিয়ে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে নানা সংশয়। অবশ্য বিএসটিআই'র দাবি, পণ্যের গুনগত মানোত্তীর্ণের পরই কেবল ছাড়পত্র দেওয়া হয়।

তীরের সরিষার তেল, প্রাণ, মধুবন ও ওয়েল ফুডের লাচ্ছা সেমাই এবং এসিআইয়ের লবণ এ রকম ২৮টি পণ্যের পুনরায় উৎপাদন ও বাজারজাত করার অনুমতি দেয় বিএসটিআই গত ১১ জুন । এক মাস আগে এসব পণ্যসহ মোট ৭৪টি পণ্য পরীক্ষা করে নিম্নমান পাওয়ায় বাজারে নিষিদ্ধ করে সংস্থাটি।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, এতো অল্প সময়ের মধ্যে বিএসটিআইয়ের দুই ধরণের সিদ্ধান্তে অস্বস্তি বেড়েছে ভোক্তাদের মাঝে। পাশাপাশি পুনঃপরীক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে।

যদিও পুনরায় অনুমোদন দেয়ার ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে বলে দাবি করছে বিএসটিআই। বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক বলেন, পণ্যগুলো তো সব প্যারামিটারে ফেইল করেনি। হয়তোবা দু-একটি প্যারামিটারে ফেইল করেছে। আমরা বলেছি তাদেরকে ওই প্যারামিটারে উন্নতি করে পুনঃপরীক্ষায় আসতে।

তারা এসেছেন, আমরা পরীক্ষা করে মানসম্মত পেয়েছি তাই অনুমোদন দিয়েছি। তবে আমরা নিয়মিতভাবে টেস্টিং চালিয়ে যাবো। আবার যদি এসব পণ্যে নিম্নমান পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, যে পণ্যগুলোকে নিম্নমানের বলা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে সঠিকভাবে তথ্য উপস্থাপন করেনি বিএসটিআই।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, আমাদের একটি হলুদে টোটাল অ্যাশের পরিমাণ ৭.৩ ভাগ এর জায়গায় ৮ ভাগ পাওয়া গেছে। টোটাল অ্যাশ একটা ন্যাচারাল বিষয়। কিন্তু এ বিষয়ে বিএসটিআই ব্যাখ্যা না দেয়ায় মানুষ মনে করেছে ছাইয়ে রঙ মিশিয়ে হলুদ বানাচ্ছি আমরা।

নিম্নমান প্রমাণিত হওয়া পুরনো ৭৪টি পণ্যের সবগুলোই বাজার থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে নিশ্চিত করছে বিএসটিআই।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ