আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে ১৪৪০ হিজরীর হজ পালনের জন্য বিশেষ আমন্ত্রণ পাচ্ছে বিশ্বের ৭২টি দেশের ১৩ হাজার বিশিষ্ট ব্যক্তি। খবর আল আরাবিয়া ডটনেট-এর।
খবরে বলা হয়, সৌদি বাদশাহর বিশেষ আমন্ত্রণ ও সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থপনায় ৭২টি দেশের ১৩ হাজার বিশিষ্ট ব্যক্তিরা এবারের হজ পালনের সৌভাগ্য অর্জন করবেন। সৌদি সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এ ব্যবস্থাপনা আঞ্জামের দায়িত্ব দিয়েছে বাদশাহ সালমান।
সৌদি আরবরে সরকারি সংবা সংস্থা এসপিএ দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজের বরাত দিয়ে জানায়, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ পুরো মুসলিম বিশ্বের কল্যাণের জন্য কাজ করছেন। এরই অংশ হিসেবে প্রতিবছর বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের হজ করানো হয়।
১৪১৭ হিজরী থেকে সৌদি বাদশাহ বিশেষ আমন্ত্রণে ৫২ হাজার ৭৪৭ বিশিষ্ট ব্যক্তি হজ পালনের সৌভাগ্য অর্জন করেছে বলেও উল্রেখ করেন ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ।
সূত্র: আল আরাবিয়া ডটনেট।
আরএম/