আওয়ার ইসলাম: সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীর গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কানাডীয়-সোমালি টিভি সাংবাদিক হোদান নালায়েহ ছাড়াও মার্কিন, ব্রিটিশ ও তানজানিয়ার নাগরিক রয়েছেন।
গতকাল শুক্রবার রাতে গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে হামলাকারীরা রাজধানী মোগাদিসুর কাছে কিসমায়োর হোটেল আসাসে ঢুকে পড়ে। গাড়িটি হোটেল ভবনের দেয়ালে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। এরপরই কয়েকজন বন্দুকধারী গুলি শুরু করে।
নিরাপত্তা বাহিনী রাতভর অভিযান চালিয়ে বন্দুকধারীদের হত্যা করে বলে শনিবার বিবৃতিতে জানিয়েছে পুলিশ। সোমালিয়ার আঞ্চলিক নির্বাচন উপলক্ষে, ওই এলাকার রাজনৈতিক নেতাকর্মী ও দলীয় প্রধানরা হোটেলে বৈঠক করছিলেন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন সাবেক আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তা এবং একজন আইনপ্রণেতাও রয়েছেন। জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
-এটি