মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

‘যোগ্য ও দক্ষ নেতৃত্ব ছাড়া কখনোই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহাদী হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার ব্যবস্থাপনায় জেলা সভাপতি শিব্বির আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান এর সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার (১২জুলাই) সকাল ১০ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির মুহতারাম সহ সভাপতি এম হাসিবুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তোমরাই আগামী দিনে নেতৃত্ব দিবে।

তিনি আরো বলেন আমরা যেহেতু মুসলিম এবং আমাদের এদেশে ৯০% মানুষ মুসলিম সুতরাং এ দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক এটা সকলেরই প্রত্যাশা। কাজেই, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় তোমাদেরই এগিয়ে আসতে হবে। তিনি প্রচলিত বস্তুবাদী ছাত্র রাজনীতি পরিহার করে ন্যায়-নীতির সংগঠন ও সাহাবাদের অনুসরণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পতাকাতলে আসার আহবান করেন।

এসময় তিনি নবীন আলেমদের উদ্দেশ্যে বলেন- আপনারা যারা দ্বীনি শিক্ষা অর্জন করে আজ আলেম হয়েছেন, আপনাদেরকে কুরআন-সুন্নাহর আলোকে সমাজ ও জাতি গঠনে অবিরাম প্রয়াস চালিয়ে যেতে হবে। সমাজের প্রতিটি স্তরে ইসলামের সঠিক জ্ঞান পৌছে দিতে নবীন আলেমদের অগ্রণী ভূমিকা রাখতে হবে ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার মুহতারাম জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন- তোমাদের প্রত্যেকেরই জীবনে একটি টার্গেট রয়েছে হয়ত কেউ ডাক্তার হবে অথবা কেউ ইঞ্জিনিয়ার হবে অথবা কেউ ব্যরিস্টার হবে, তবে হও কিন্তু এসব কিছুই যাতে হয় ইসলাম এবং মানুষের খেদমতে। এসময় তিনি সকল শিক্ষার্থীদের শুভকামনা করে এগিয়ে যাওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি শিব্বির আহমাদ বলেন তোমরা এখন জীবনের প্রথম ধাপ থেকে অতিক্রম করে জীবনের আরেকটি ধাপে পদার্পণ করেছ। কাজেই, তোমাদের লক্ষ্যকে টার্গেট করে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।

সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মু আল-আমীন, প্রশিক্ষণ সম্পাদক মু সারোয়ার হোসেন সহ প্রমুখ।সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থী ও নবীন আলেমদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ