আব্দুল্লাহ আফফান: ভারতের উত্তর প্রদেশের উন্নাও শহরে 'জয় শ্রীরাম' না বলায় দারুল উলুম ফায়জে আম মাদরাসার বেশ কয়েকজন ছাত্রকে মারধর করেছে কট্টরপন্থি কয়েকজন হিন্দু।
গতকাল শুক্রবার দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষ বলছেন, হামলাকারীরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সঙ্গে যুক্ত। তারা কয়েকজন মাদরাসা ছাত্রের সাইকেলও ভেঙে দিয়েছে। এ ব্যাপারে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ফেসবুক প্রোফাইলের সাহায্যে অভিযুক্তদের খোঁজা শুরু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার ও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে উন্নাওয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নাঈম মিসবাহ জানিয়েছেন, ছাত্ররা মাঠে ক্রিকেট খেলছিল। তখন কয়েকজন সেখানে উপস্থিত হয়ে তাদের ‘জয় শ্রীরাম’ বলতে জোর করে। ছাত্ররা তা বলতে না চাইলে তাদের ব্যাট ও স্ট্যাম্প দিয়ে মারধর করে তারা।
আমরা জানতে পেরেছি, যারা ছাত্রদের মারধর করেছে এবং পাথর ছুঁড়ে মেরেছে তাদের সঙ্গে বজরঙ্গ দলের সম্পর্ক রয়েছে। আহত ছাত্রদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
তবে উন্নাও শহরের সার্কেল অফিসার উমেশ চন্দ্র ত্যাগী জানান, গভর্নমেন্ট ইন্টার কলেজের ক্রিকেট মাঠে খেলার সময় দুই দলের মধ্যে সংঘর্ষের সময় মাদরাসার তিন ছাত্র জখম হয়েছে। এফআইআর রেজিস্টার হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এখনও পর্যন্ত অভিযুক্ত তিন জনকে শনাক্ত করা গেছে। সূত্র: সিয়াসাত অনলাইন
-এএ