মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

জাতীয় কনফারেন্সে যা বললেন মাওলানা খুরশিদ আলম কাসেমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, মোহাম্মদপুর আল্লাহ করিম জামে মসজিদের খতিব, মুফাসসিরে কুরআন মাওলানা খুরশিদ আলম কাসেমি আজ শনিবার ১৩ জুলাই বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. স্মরণে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে জাতীয় কনফারেন্সে বলেন, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহ. এর ইন্তিকালের পর দেওবন্দে হজরতের স্মরণে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নাম দেয়া হয তাযিয়াতে আল্লামা মাহমুদুুল হাসান।

সে স্মরণ সভায় শাইখুল মুহাদ্দিসিন আল্লামা আনওয়ার শাহ কাশ্মিরি রহ. কয়েকটি শেয়ার বা কবিতা পাট করেন, তিনি বলেন, পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কোনো কিছু থাকবে না পৃথিবীতে। তখনও আল্লাহ ওয়ালাদের অস্তিত্ব বাকী থাকবে।

আল্লাহ ওয়ালাদের কিছু হবে না। আমি মনে করি প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. তাদেরই একজন ছিলেন। আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী।

অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, বাংলাদেশ সরকারের মাননীয স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

শিষ্ট বুদ্ধিজীবি ও অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ, বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ (বেফাক) এর মহাসবি মাওলানা আব্দুল কুদ্দুস, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

আরো উপস্থিত আছেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরুদ্দীন আহমদ কামরান, মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ, বরুনার পীর সাহেব মাওলানা রশীদুর রহমান ফারুক, বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ (বেফাক) এর মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, বিশিষ্ট ব্যবসায়ী এম ডি জাকির হোসেন, প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. এর সাহেবজাদা মাওলানা সামিউির রহমান মুসা। সভাপতিত্ব করবেন আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ