আওয়ার ইসলাম: ৬ জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনার বেড়ায় বাবা ও দুই ছেলেসহ মারা গেছেন চারজন।
আজ শনিবার দুপুরে বেড়ার পাঁচুড়িয়া গ্রামে বাড়ির পাশের পুকুরে পাট পরিষ্কার করছিলেন মোতালিব। এসময় বজ্রপাত হলে দুই ছেলে শরীফ ও ফরিদসহ মারা যান তিনি। একই সঙ্গে, মৃত্যু হয় প্রতিবেশি রহম প্রামাণিকের। বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ফুলপুরে মারা গেছেন সোহাগ দিয়া ও জামাল উদ্দিন। আর ফুলবাড়িয়ায় বিলে মাছ ধরার সময় মারা যান চৈতন্য বর্মণ। সুনামগঞ্জের তাহিরপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছে বাবা ও ছেলের। নিহতরা হলেন, মানিকখিলা গ্রামের হারিদুল ইসলাম ও তার ছেলে তারা মিয়া।
এছাড়া, রাজশাহীর গোদাগাড়িতে খেতে কাজ করার সময় এক কৃষক ও নেত্রকোণার কলমাকান্দায় গরুকে ঘাস খাওয়ানোর সময় একজন মারা গেছেন।
-এটি