আওয়ার ইসলাম: আইনি নােটিশ পাওয়ার পর ফল নিয়ে আইনজীবী তানজিম আল ইসলামের স্ত্রী সাদেকুন নাহারকে দেখতে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপােরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খােকন। আজ শনিবার বেলা ১২টা নাগাদ তিনি রাজধানীর খিলগাঁওয়ে ওই আইনজীবীর বাসায় যান। এ সময় তিনি ডেঙ্গু আক্রান্ত সাদেকুন নাহারের শারীরিক অবস্থার খোঁজ নেন।
এর আগে গত বৃহস্পতিবার ডেঙ্গু নিরসনে ব্যর্থতার অভিযােগ এনে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ডিএসসিসি মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নােটিশ পাঠিয়েছিলেন অ্যাডভােকেট তানজিম।
জানা গেছে, মেয়র নিজের হাতে ফল নিয়ে অ্যাডভােকেট তানজিমের বাসায় প্রবেশ করেন। তানজিমের স্ত্রী ডেঙ্গু আক্রান্ত সাদেকুন নাহারের সঙ্গে কথা বলেন তিনি। অ্যাডভােকেট তানজিম মেয়রকে মশা নিধনে সব বিভাগের সমন্বয়ের পরামর্শ দেন। সাঈদ খােকন প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেছিলেন বলে জানা গেছে।
অ্যাডভােকেট তানজিমের বাসা থেকে বেরিয়ে মেয়র সাংবাদিকদের বলেন, “আমাদের কাছে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নােটিশ এসেছে। বিষয়টির আইনি প্রক্রিয়ার ব্যাপার রয়েছে। এটি আইন বিভাগের বিষয়। যে নাগরিক ক্ষুব্ধ হয়েছেন, মেয়র হিসেবে তার সঙ্গে থাকা, দেখা করা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্ববােধ থেকে চলে এসেছি। আমার বােনকে দেখে এসেছি। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি, তাকে আশ্বস্ত করেছি, সবাই মিলে অচিরেই ডেঙ্গুমুক্ত শহর গড়ে তুলবাে।'
অ্যাডভােকেট তানজিম বলেন, মেয়র এসেছেন তার নৈতিক দায়িত্বের জায়গা থেকে। আমার পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। ৫০ লাখ টাকার বিষয়টি ক্ষতিপূরণ হিসেবে দেখলে হবে না, প্রতিবাদের ভাষা হিসেবে দেখতে হবে।'
আরএম/