আওয়ার ইসলাম: দুইদিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি নদীর উপর নির্মিত রেলসেতুর উত্তর দিকের মাটি কিছুটা সরে যাওয়ায় ট্রেন চলাচলে সাময়িক অসুবিধা সৃষ্টি হয়েছে। আগামী দুই মাসের জন্য ঘণ্টায় সাত কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।
রেলওয়ে ও সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুর্ঘটনা এড়াতে আগামী দুই মাসের জন্য ঘণ্টায় সাত কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচলের নির্দেশ প্রদান করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে রেল সেতুর সংযোগস্থলে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। সেতুও কিছুটা মেরামত করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের সতর্কতার কারণে ট্রেন চলাচল স্বাভাবিকের তুলনায় ধীর গতিতে চলছে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসেও একবার এই সেতুর উত্তর পাশের সংযোগস্থল থেকে মাটি ধসে ৩৬ ঘণ্টা ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরে মেরামতের পর পুনরায় রেল যোগাযোগ চালু হয়েছিল।
আরএম/